সামাজিক দূরত্ব মেনেই বামনগেলা ব্লকে পালিত হলো হুল দিবস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200630-WA0001

গোলাম হাবিব,মালদা,এনবিটিভি:
আজ ৩০শে জুন হুল দিবস। মূলত সিদু মূর্মু ও কানু মূর্মু বলিদান দিবস। এই হুল দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাক্স পরে আজ হুল দিবস পালন করা হয়। সকাল ১১টায় বামনগোলা ব্লক অফিস থেকে রেলি বের করে পাকুয়াহাট ডাকবাংলা মোড় পর্যন্ত রেলি করে সেখানে অবস্থিত সিধু কানু মূর্তিতে একে একে সকলে মাল্যদান করেন। পরে পাকুয়াহাট কলেজ কমিউনিটি হলে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে আজকে হুল দিবস পালন করা হয়।
এই হুল দিবস উপলক্ষে, এখানে উপস্থিত ছিলেন বামনগোলার ব্লকের বিডিও সঞ্জিত মণ্ডল, জয়েন বিডিও আশিস নায়েক, বামনগোলার থানার ওসি অভিষেক তালুকদার, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক অজয়শঙ্কর চৌধুরী, বামনগোলার পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার, বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কিস্কু সহ বিভিন্ন অধিকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তপশালী ছাড়পত্র প্রদান করা সকল ছাত্র-ছাত্রীদের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর