মাইক্রোবাসের ধাক্কায় মোটসাইকেলের আরোহী পিতা-পুত্র নিহত

মো: সাগর ইসলাম,

স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটসাইকেলের আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের শিয়ালগাড়া নামক স্থানে বগুড়া গামী দ্রুতগতিতে যাওয়া মাইক্রোবাস মোটরসাইকেল টিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কাঠগড়া দাখিল মাদ্রাসার সহ মাওলানা অছিরউদ্দিন(৫০)ছন্দবাদী ও পুত্র জোবায়ের(১২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি সদর কলোনীর বাসিন্দা।তার পুত্র জোবায়ের রহমান(১২)বগুড়ায় মাদ্রাসার ছাত্র তাকে আনতেই ভোরে ছেলেকে নিয়ে বাড়ী ফেরার পথে এই র্দূঘটার শ্বিকার বলে জানা যায়। ছন্দবাদীর মৃত্যুতে তাৎক্ষনিক এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।

Latest articles

Related articles