মালদাঃ- মালদহের হবিবপুর ব্লকের বেগুন বাড়ি এলাকায় এক আদিবাসী পরিবার অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কারন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি বাবলু হেমব্রম প্রায় ১২ বছর ধরে অন্ধ হয়ে ঘরে বসে রয়েছেন ।এই পরিবারে দুই মেয়ে সহ আরো এক ছেলে আছে। অন্ধ বাবলু হেমব্রম এর বয়েস ৪৮। তার স্ত্রী ও এক ছেলে ও দুই মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এক বাড়িতে রয়েছে এক ছেলে রাজীব হেমব্রম বয়স ৮। মেয়ে কাজলী হেমব্রম বয়স ১৩। অর্থিক অনটনের ভুক্তভোগী এবং টাকার অভাবে তারা এখনো ডাক্তার দেখাতে পারছেন না।
এবিষয়ে গ্রামের বাসিন্দা প্রদীপ পান্ডে বলেন বাবলু হেমব্রম প্রায় ১২ বছর ধরে এই ভাবে অন্ধ হয়ে রয়েছে অন্য দিকে তার ছেলেও গ্লান্ড টি বি রোগে আক্রান্ত। তাদের চিকিৎসার জন্য কোনা টাকা না থাকার কারণে তারা কোলকাতা গিয়ে চিকিৎসা করতে পারছেন না। চিকিৎসা করার জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন ।পাশ্ববর্তী বাড়ির মালতি হেমব্রম জানায় গ্রামে অনেকেই খাবার দিয়ে তাদের সাহায্য করেন। কিন্তু বাড়িতে অর্থ উপার্জনের এখন এক মাত্র ভরসা তার স্ত্রী। তিনি এখন লোকের বাড়ির জমিতে কাজ করে সংসার চালাচ্ছে। এবিষয়ে অবশেষে মুখ খুলেছেন হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা। তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে এই বিষয় জানাবেন এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন। এমনকি তাদের পুরো পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।