মালদা থেকে ৪ লক্ষ টাকার চোরাই মোবাইল পাচার কান্ডে গ্রেপ্তার ১

গোলাম হাবিব, এনবিটিভি, মালদা: বাংলাদেশে পাচার হওয়ার আগেই চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে চরিঅনন্তপুর এলাকার একটি বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে ধৃত যুবকের নাম শামীম আক্তার(২২)। চরি অনন্তপুর এলাকার খোদাবক্স টোলা বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২ টি নামিদামি কোম্পানির মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।

গোপন খবরের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ধৃতের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই এই মোবাইল গুলি সহ ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মোবাইল গুলি বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা। একসাথে এই মোবাইলটি পাচারের ছক ছিল ধৃতের। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানাচ্ছে তদন্তকারী পুলিশ অফিসাররা। বুধবার থেকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Latest articles

Related articles