লাদাখ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদি

এনবিটিভি ডেস্ক: চিনের সীমান্তে সংঘর্ষের পর ১৯ জুন সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল পাঁচটায় এই ভিডিও বৈঠকে সব রাজনৈতিক দলের সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে বুধবার এই টুইট করা হয়েছে। ইতিমধ্যেই মোদির মুখ খোলার দাবিতে সোচ্চার বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী নীরব কেন। তিনি কোথায় লুকিয়েছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর আবাসে শীর্ষ বৈঠকের পর যে কোনও অবস্থার জন্য তৈরি থাকতে বলা হয়েছে তিনটি সামরিক বাহিনীকেই। তাদের চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ওই বৈঠকে সেনার তিনটি বাহিনীর প্রধানরা ছিলেন, ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। পাশাপাশি সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লে সড়ক। হিমাচলপ্রদেশের লাহুল ও স্পিতি জেলায় জারি হয়েছে সতর্কতা।

Latest articles

Related articles