মুহাম্মদ রাশেদুল ইসলাম, রিপোর্টার, এনবিটিভি।
সুস্থ হয়ে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ফিরেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর সম্মানিত আমীর ও হাটহাজারীর মাদ্রাসার সম্মানিত মুহতামিম শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফি দা.বা.
শফিপুত্র মাওলানা আনাস মাদানী জানান, হেফাজত ইসলামীর আমীর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন।তিনি মেডিকেল থেকে সরাসরি প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায় উঠেন। সেখানেই অবস্থান করবেন।
আনাস মাদানী বলেন,তিনি সাম্প্রতিক সময়ের মধ্যে এখন সবচেয়ে সুস্থ আছেন।তিনি করোনাভাইরাস মহামারি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির জন্য
সবসময় দোয়া করছেন।নিজের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফি গত ৭ই জুন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এর আগেও তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।