অমিত শাহর ভার্চুয়াল সভার প্রতিবাদে কলকাতায় মঙ্গলবার বিকেলে বিক্ষোভ দেখালেন বাম নেতা-কর্মীরা। এদিনের বিক্ষোভ সমাবেশে স্লোগান ছিল, ভাষণ নয়, রেশন চাই। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেছেন, করোনা এবং আমফানের চরম দুর্দশার মধ্যে শাহ ভোট চাইতে এসেছেন। শাহ সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু বাস্তবে তিনি সিএএ ও এনআরসি-র নামে বাঙালিকে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চলেছেন।