আইসিইউতে আল্লামা আহমদ শফী দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
এনবিটিভি ডেস্ক:
বাংলাদেশ হেফাজতে ইসলামের আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী সাহেব গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় রাত আটটায় আইসিইউতে ভর্তি করা হয়।
১০৩ বছর বয়সী আল্লামা শফী সাহেব শারীরিক বিভিন্ন জটিলতা এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগেও কয়েক বার অসুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বেশ কয়েকবছর ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ শারীরিক আরও সমস্যা মুখোমুখি লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত।
আল্লাহ তায়ালা তাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।