গাছপালাও হচ্ছে মানুষের ক্ষোভের স্বীকার:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_587004758863701

গাছপালাও হচ্ছে মানুষের ক্ষোভের স্বীকার:

এনবিটিভি নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলায়, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারি শিক্ষক (জনাব নুরুল মোস্তফা) স্যার উক্ত স্কুলে পাঠদানের পাশাপাশি বেশ কিছু বছর ধরে পাহাড়ে উন্নত জাতের লেবু এবং মাল্টার চাষ করে আসছেন।
কিন্তু এই করোনা ক্রান্তি লগ্নে গত (৬ জুন২০২০) শনিবার বড়তাকিয়া বিট কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ( বারৈয়াঢালা) জনাব গোলাম ফারুক সাহেব অনৈতিক ভাবে টাকা দাবি করে বলে জানান জনাব নুরুল মোস্তফা।

তিনি আরও জানান,টাকা দিতে অস্বীকৃতি জানালে গোলাম রহমান সাহেব তার বাগানে জোরপূর্বক ঢুকে চোখের সামনেই ১০০০ ফলনশীল লেবু এবং ফল সহ ২০০মাল্টা গাছ কেটে ফেলেন এবং তাকে অশালীন ভাষায় বিভিন্ন কথা বলেন।
স্যারের দাবি তাঁর প্রায় ৪০০০০০ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনার বিচার চেয়ে গতকাল সোমবার মীরসরাইতে ফলনশীল কর্তিত চারা দেখিয়ে মানববন্ধন করেছেন তিনি।

মানুষের প্রতি মানুষের ক্ষোভ ফলন্ত গাছের উপর কেন আরোপিত হবে?

বিষয়টি তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর