আনোয়ারায় চালু হলো বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

মানুষের দোরগোড়ায় গ্যাস পৌঁছে দিতে এবার বিএম অটো গ্যাস বিপণন শুরু করেছে শাহ জাহান চৌধুরী অটো গ্যাস ফিলিং স্টেশন। গতকাল বিকালে আনোয়ারা উপজেলার বরুমচড়ায় এ স্টেশনটি চালু করা হয়। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এ স্টেশনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন অটো গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান সিআইপি বলেন, বিএম এনার্জি ও শাহ জাহান চৌধুরী ফিলিং স্টেশন যৌথভাবে এ প্রতিষ্ঠান পরিচালনা করবে। সারাদেশে ৪০০টি অটো গ্যাস স্টেশনের অনুমোদন পেয়েছে বিএম এনার্জি। ইতোমধ্যে সারাদেশে ১১০টি স্টেশন চালু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ৭০-৮০টি স্টেশন চালু হবে। আরো শতাধিক স্টেশন বসানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ২০২১ সালের মধ্যে সারাদেশে অনুমোদিত সবগুলো স্টেশন চালু কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, এলপি গ্যাস সিলিন্ডারজাত ও বিপণনকারী কোম্পানি বিএম এনার্জি (বাংলাদেশ) লিমিটেড সারাদেশে দুইভাবে গ্যাস স্টেশন চালু করে থাকে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে সম্পূর্ণ নিজস্ব মালিকানায় এবং ‘বি’ ক্যাটাগরিতে প্রাইভেট-পার্টনারশিপ স্টেশন চালু করে থাকে।

BM LP GAS, জ্বালানীর প্রয়োজনে সবসময় সবখানে।

Latest articles

Related articles