নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর, এনবিটিভি: জনগণকে আরো বেশি করোনা সম্পর্কে সচেতন করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সোমবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিভিন্ন গ্রামে প্রশিক্ষণ শুরু করলেন স্বনির্ভর গোষ্ঠীর ব্লক স্তরের ফেসিলেটররা।
উল্লেখ্য, গত শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ৪০ জন গোষ্ঠীর নেত্রীকে বাছাই করে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আজ সেই প্রশিক্ষণ নেত্রীরা গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিলেন ।
হরিশ্চন্দ্রপুরের বরুই জিপি র নিয়ার গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী রুবা খাতুন জানান, ব্লক প্রশাসনের নির্দেশে ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রতিদিন ১০ জন করে মহিলা নিয়ে তিনটি ধাপে মোট ৩০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সেই মহিলারা গ্রামে গ্রামে গিয়ে করোনা সম্পর্কে সচেতনতা প্রচার চালাবে। কিভাবে, কেন মাস্ক ব্যবহার জরুরি, সামাজিক দূরত্ব কি ও কেন? কিভাবে হাত ধুতে হবে,খাদ্য তালিকায় কি কি সংযোজন করা উচিত ও লকডাউন পরবর্তী সময়ে মানুষকে কি ধরনের জীবন যাপনে অভ্যস্ত হতে হবে প্রভৃতি বিষয়ে সচেতনতা প্রচার চালাবেন মহিলারা।