খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।
ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় বিশ্বমানের পর্যটন শিল্প বিকাশে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। ওই বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে শহরের কুতুবদিয়া পাড়া, নাজিরাটেক এবং সমিতিপাড়া এলাকার প্রায় সাড়ে চার হাজারেরও বেশি পারিবারে বসতভিটা ভূমি অধিগ্রহণ করে সরকার। তন্মমধ্যে চার হাজার ৪০৯টি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্র্বাসন করতে সরকার ‘শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্প বাস্তবায়ন করতে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীর ঘেঁষা এলাকায় প্রায় ২৫৩ দশমিক ৩৫০ একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে অন্যতম শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯টি পাঁচতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। তৈরি হওয়া এ প্রকল্পের ফ্ল্যাট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কাল বৃহস্পতিবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন ফ্ল্যাটের চাবি। এরই মধ্যে উদ্বোধনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, এসব ভবনের ফ্ল্যাটগুলো আনুষ্ঠানিকভাবে উপকারভোগী জলবায়ু উদ্বাস্তুদের মধ্যে হস্তান্তর করতে গত ১৪ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় লটারির ড্র। লটারির ভিত্তিতে ৬০০ পরিবারের মধ্যে ফ্ল্যাটগুলো বুঝে দেয়ার প্রস্তুতি চলছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন জানিয়েছেন, কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার খুরুশকূলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ভবনগুলোর বসতঘর উপকারভোগীদের মধ্যে বিতরণের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্লাটফরমের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেবেন এবং নির্মিত ১৯টি ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন ১৯ জন উপকারভোগীদের মধ্যে বসতঘরের চাবি হস্তান্তর করবেন। কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, সাগর ভাঙা, নদী ভাঙা মানুষগুলোকে আশ্রয়ণ প্রকল্পে চার হাজার ৪০৯ পরিবারের সবাই পুনর্বাসন ফ্ল্যাট পাবেন। এর মধে প্রথম পর্যায়ে ৬০০ পরিবার আশ্রয়ণ প্রকল্পে উঠবেন।