উইঘুরদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে, চীনকে তিরস্কার।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_336792710655855

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। উইঘুরদের প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে শুনানি চলকালে বেইজিংকে তিরস্কার করে মানবাধিকার উপকমিটি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের আটকে রেখে নির্যাতনের অভিযোগে বেইজিংকে তিরস্কার করা হয়।

উইঘুর মুসলিমদের পরিচয়, ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে ভেঙ্গে দিতে চীনকে দায়ী করেছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। তারা বলছেন, উইঘুরদের আটকে রেখে তাদের বিভিন্ন অঙ্গচ্ছেদ করা হয়েছে এবং চীনের বিউটি প্রডাক্টগুলোকে সচল করতে উইঘুর বন্দীদের ব্যবহার করেছে।

বিশেষজ্ঞরা আরও বলেন, উইঘুরদের জাতিসত্তাকে প্রশিক্ষণ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছে। সেই সঙ্গে উইঘুরদের জোরপূর্বক মান্দারিন ভাষা শেখানো হয়েছে। উইঘুর শিশু বাচ্চাদের বল প্রয়োগ করে এতিমখানায় পাঠানো হয়েছে, যা কিনা একটি কারাগারের মতোই।
আরওে পড়ুন: রয়টার্সের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন!

বিশেষজ্ঞরা বলছেন, চীনের ৩০ লক্ষ উইঘুর মুসলিমকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। চীনের সরকারি কর্মকর্তারাও উইঘুরদের নির্যাতন করেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর