মোঃ আরিফুল ইসলাম(চকরিয়া প্রতিনিধি)
সাগর বেষ্টিত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
গত ২০ মে ট্রাস্টি বোর্ডের চট্টগ্রাম কার্যালয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব এএসএম আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ট্রাস্টি বোর্ডের সভা।
উক্ত সভায় আলহাজ্ব জাফর আলম এমপিকে আগামী ২ বছরের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত করেছেন।
চকরিয়া-পেকুয়া-০১ আসনের এই সাংসদ শেখ রাসেল স্কুল,চকরিয়া বিদ্যাপীঠ ও চকরিয়া সিটি কলেজ সহ আরো অসংখ্যা স্কুল কলেজের চেয়ারম্যান।