চিনকে হুঁশিয়ারি দিতে চিনা খাবার বর্জনের ডাক দিলেন এই বিজেপি মন্ত্রী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200618-WA0008

এনবিটিভি ডেস্ক: চিনকে প্রত্যাঘাত দিতে বন্ধ করতে হবে চিনা খাবার। লাদাখ সীমান্তে সংঘর্ষের পর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে চিনা দ্রব্য বয়কটের সঙ্গে সঙ্গেই চিনা খাবারও বর্জন করার কথা বললেন। তাঁর কথায় চিনা খাবার বিক্রি করে এমন রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া উচিত। আর চিনা খাবারও বয়কট করতে হবে। গলওয়ানে  ভারত ও চিন সংঘর্ষে ভারতের ২০ জন শহিদ হয়ছেন। চিন ভারতের অমর্যাদা করেছে। তাই প্রত্যেক রাজ্যের উচিত চিনা হোটেল বন্ধ করে দেওয়া।

ফেব্রুয়ারি মাসেই এই ৬০ বছরের নেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে তিনি “গো করোনা গো” স্লোগান দিয়েছিলেন। তবে এবার তিনি এ-ও বলেছেন, সীমান্তে চিনা কার্য়কলাপ বন্ধ করতে হবে। আমাদের সীমান্তে ঢোকার কোনও অধিকার তাঁদের নেই। “হামারে অঙ্গন মে উনকা কিয়া কাম হ্যা” অর্থাৎ আমাদের চত্বরে ওদের কী কাজ! এভাবেই চিনকে আঘাত হেনেছেন আঠওয়ালে।

সোশাল মিডিয়ায় এখন প্রায়শই দাবি উঠছে চিনা সরঞ্জাম বয়কট করার। চিনা ভিডিয়ো অ্যাপ টিকটক বর্জনের রোল উঠেছে। তবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিএসএনএলের জন্য চিনা দ্রব্য ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর