মহঃ আসিফ আহমেদ, এনবিটিভি, সুন্দরবন: মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের অসামান্য সহযোগিতার পরে এবার আমফান ঘূর্ণিঝড়ে বিধস্ত সুন্দরবন বাসীদের পাশে দাঁড়ালেন অহিংসা ও মানবতার পূজারী বৌদ্ধ সন্ন্যাসী ড. অরুনজ্যোতি ভিক্ষু।
আজ দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের উদ্দ্যোগে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে আজ কাকদ্বীপ নামখানা এবং বকখালির প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০০ মানুষের কাছে ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহযোগিতা তুলে দেন বৌদ্ধ সন্ন্যাসীরা।
বৌদ্ধ সন্ন্যাসী ডঃ অরুণজ্যোতি ভিক্ষু জানান, এই ত্রাণেকার্যে বিশেষ সহযোগিতায় যাঁরা এগিয়ে এসেছেন তাঁদের মধ্যে অন্যতম হল, শ্রী আশিষ বড়ুয়া, সৈয়দ শা আতেফ আলি আল কাদেরী, শ্রী উত্তম মন্ডল, শ্রীমতি ডোনা ডিকশন সহ কয়েকজন মানব দরদী মানুষ।
ত্রান বিতরণ প্রসঙ্গে ডঃ ভিক্ষু বলেন, আমফান ঘূর্ণিঝড়ের তিন সপ্তাহ পর এখনো দূর্গত মানুষের হাহাকার সত্যি খুবই কষ্টের। পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ ও পুনর্বাসন সহযোগিতা সত্ত্বেও সামর্থবান সকলকে এই অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।