কাশ্মীরে ৫ জেলায় তল্লাশি

জাতীয় তদন্ত কারী সংস্থা (এনআইএ) মঙ্গলবার (৫ ডিসেম্বর) কাশ্মীর ‍উপত্যকার ৫টি জেলায় অভিযান চালিয়েছ।

সন্ত্রাসবিরোধী মামলার তদন্তসূত্রেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এনআইএয়ের একজন অফিসার।

বারমুলা, গান্দারবাল, কুপওয়ারা, শোপিয়ান ও পুলওয়ামা জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এখনো কাউকে আটকের তথ্য পাওয়অ যানি।

Latest articles

Related articles