জাতীয় তদন্ত কারী সংস্থা (এনআইএ) মঙ্গলবার (৫ ডিসেম্বর) কাশ্মীর উপত্যকার ৫টি জেলায় অভিযান চালিয়েছ।
সন্ত্রাসবিরোধী মামলার তদন্তসূত্রেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এনআইএয়ের একজন অফিসার।
বারমুলা, গান্দারবাল, কুপওয়ারা, শোপিয়ান ও পুলওয়ামা জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এখনো কাউকে আটকের তথ্য পাওয়অ যানি।