কিশোরগঞ্জে রাতে ছিন্নমূল ও অসহায়দের পাশে আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200930-WA0000

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের রাস্তায়, রেলস্টেশন ও বাস টার্মিনালে পড়ে থাকা এমন সব মানুষের মাঝে মধ্যরাতে খাবার বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

দিনের আলোয় বিভিন্ন বাসা বাড়িতে খাবার জুটলেও রাতের আধারে খাবারের কষ্ট করেন ছিন্নমূল ও অসহায় মানুষ। রাত যত গভীর হয় তাদের ক্ষুধার যন্ত্রণাও ততোই তীব্র হয়। একটা সময় ক্ষুধার তাড়নায় পথে-ঘাটে ঘুমিয়ে পড়েন তারা।

এমন সব ছিন্নমূল ও অসহায়দের পাশে খাবার নিয়ে রাতে হাজির হয় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন।
শহরের রেল স্টেশন থেকে শুরু করে গাইটাল বাস টার্মিনাল, ঐতিহাসিক পাগলা মসজিদের পার্শ্ববর্তী স্থানে তাদের কার্যক্রম চলে।
এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমাদ রশিদ।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন করোনাকালে মৃতদের কাফন দাফন ও ত্রাণ কার্যক্রম করে আসছে।

পাশাপাশি করোনা রোগিদের চিকিৎসা সামগ্রী, স্বেচ্ছায় রক্তদান, জরুরি ভিত্তিতে অক্সিজেন ও মধ্য রাতে খাবার বিতরণ কার্যক্রম চালু করে বেশ প্রশংসা কুড়িয়েছে মানবিক এই ফাউন্ডেশনটি।
করোনাকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে মৃতদের কাফন-দাফনে অনন্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর