মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শহরের বুকে। কয়েকদিন ধরেই ড্রেনের কাজ চলছিলো কুদঘাটে। বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ ধরে ম্যানহোলে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক, ফলে হঠাৎ মৃত্যু ঘটলো শ্রমিকেদের। অনেক দিন ধরেই ওই শ্রমিকরা কাজ করছিল, আজ দীর্ঘক্ষণ আটকে পড়েন তারা। সেখানে হঠাৎ জলের স্রতে ভেসে যায় তারা। স্থানীয় সুত্রে জানা যায়, জল সরবরাহ বন্ধ না করাই এই বিপত্তি ঘটে, তারা এটাও জানায় যে বেলা ১২ নাগাদ চিৎকার এর আওয়াজ শুনে তারা ছুটে আসে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও শেষ রক্ষা হয়নি তাদের। প্রশাসনের বিরুদ্ধে অসচেতনতার অভিযোগ ও তুললেন স্থানীয়রা