জ্যোতির্ময় মন্ডল পুর্ব বর্ধমান
এনবি টিভি : নিষিদ্ধ মাদক কোডাইন সহ এক পাচারকারী কে গ্রেপ্তার করে মন্তেস্বর থানার পুলিশ প্রশাসন। তার কাছ থেকে দেড় লিটার মাদক মিলেছে। গ্রেফতার হওয়া ঐ ব্যক্তির নাম জগন্নাথ ঘোষ। তিনি মন্তেস্বর ব্লকে চন্দনপোতা গ্রামের বাসিন্দা। বহুদিন ধরেই তিনি ঐ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় লোকজনেরা। পুলিশ জানিয়েছে আগে থেকেই সূত্রের খবর ছিলো।
গোপন সূত্রে খবর পেয়ে গত কাল রাত্রিতে মালডাঙ্গা বাজারে একটি নাম্বার বিহীন মোটর সাইকেলে চড়ে যাবার সময় পুলিশ জগন্নাথ ঘোষকে আটক করে। হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়ে। সেখান থেকেই উদ্ধার হয় দেড় লিটার তরল কোডাইন। নাম্বার বিহীন বাহিকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আর এর পেছনে বড়ো কোনো মাদক চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে