ক্যান্সার থেকে বাঁচতে চায় শিশু মাহবুর।

 

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নং চন্ডিপুর ইউনিয়নের সীচা ব্যাপারী পাড়া গ্রামের ৮ বছরের ছোট শিশু মোঃ মাহবুর রহমান দুরারোগ্য ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। সম্প্রতি তার শরীরে ব্লাড ক্যান্সার রোগ শনাক্ত হয়। অভাব অনটনের সংসারে ছেলের ব্যয়বহুল চিকিৎসা না করাতে পেরে ফুঁপিয়ে কাঁদছেন মাহবুর রহমানের বাবা আল-আমিন মিয়া।

মাহবুর রহমানের বাবা দিনমজুর আল-আমিন জানান, ডাক্তাররা জানিয়েছে তার ছেলেকে স্বাভাবিক জীবন ফিরে পাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। এর জন্য অনেক অর্থের প্রয়োজন। ছেলের চিকিৎসা করাতে সামান্য কিছু সঞ্চয় ছিলো সেগুলোও শেষ হয়েছে।আমার জমি জমা না থাকায় অন্যের জমিতে কাজ করে যে অর্থ পাই তা দিয়ে ঔষধ কিনতে শেষ হয়ে যায়। তাই তিনি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

মাহবুরের মাতা আনিসা বেগম বলেন, ‘প্রতিবেশী শিশুরা যখন বাড়ির পার্শ্বে খেলাধুলা করে তখন মাহবুর তাদের দিকে তাকিয়ে থাকে। খেলতে না পারার কারণে কেঁদে কেঁদে আবার বাড়ি ফিরে আসে। আমাদের পক্ষে চিকিৎসার করার অর্থ আমাদের কাছে নেই তাই আমি সকলের সাহায্য কামনা করছি।

মাহবুরের চিকিৎসার জন্য কেউ সহায়তা করতে চাইলে বিকাশ/নগদ/ডাচ্ বাংলা- ০১৭৮৭১৬৮১৯৩ যোগাযোগ করতে পারেন।

Latest articles

Related articles