গাইবান্ধা জেলার করোনা উপসর্গে মৃত্যু ব্যাক্তির দাফন সম্পন্ন করতে প্রস্তুত আবুল কালাম আজাদ।
মো: সাগর ইসলাম
প্রতিনিধি, এনবিটিভি।
চলমান কোভিড- ১৯ করোনা ভাইরাস সংক্রমণে সময়ে এ মহামারী পরিস্থিতিতে উপসর্গ ও সংক্রান্তে কোনো ব্যক্তির মৃত্যু হলে আপনজনরা যদি মনে করেন ও-ই ব্যক্তির দাফন কাফন ও সৎকার করার দায়িত্ব নেবেন আবুল কালাম আজাদ ও তার সঙ্গীরা।মোট ৮ জনের নেতৃত্বে গঠন এবং প্রয়োজনে বিভিন্ন ধর্মের ব্যক্তির সমন্বয়ে তাদের রীতি অনুযায়ী দাফন ও সৎকার করবেন এ জননেতা।আবুল কালাম আজাদের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এ মতামত প্রকাশ করেন।
তিনি জানান,যদি মৃত্যু ব্যক্তির আপনজন অপারগতা প্রকাশ করে আমাদের দায়িত্ব দিলে আমরা সব কাজ সম্পন্ন করবো। এ বিষয়ে ১২ জুন শুক্রবার বিকালে আগ্রহীগণদের নিয়ে বৈঠকের পর পলাশবাড়ী উপজেলার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গীরা হচ্ছেন,মিনু,রন্জু,লতিফ,লিটন,সুহাদ মেহেদী হাসান সিদ্দিক ।
প্রয়োজনে:- -01713649917-01763263744