গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন:

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম আজ ফুলছড়ি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বন্যার্ত মানুষের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। এবং আশ্বাস দেন যে, তাদের পাশে আছে সরকার। এবং জেলা পুলিশও তাদের পাশে আছে। তিনি আরও বলেন, বন্যা দুর্গতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। পরবর্তীতে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন, গাইবান্ধা ও ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest articles

Related articles