গাজিয়াবাদের নাম বদলাচ্ছে যোগী সরকার

উত্তরপ্রদেশের আরো একটি জায়গার নাম বদলে দিচ্ছে যোগী সরকার। দিল্লি ঘেঁষা গাজিয়াবাদের নাম হতে পারে গজনগর বা হরনন্দিনগর। এর আগে এলাহাবাদের নাম বদলে করে দেওয়া হয়েছে প্রয়াগরাজ, গুড়গ্রাম হয়েছে গুরুগ্রাম, ফৈজাবাদের নাম হয়েছে অযোধ্যা।

পরিকল্পনায় রয়েছে আলিগড়ের নামও বদলে দেওয়া হবে। 

গাজিয়াবাদের নাম শেষ পর্যন্ত কি হবে সেটি  ঠিক করবে গাজিয়াবাদ পুরসভা। গজনগর বা হরনন্দিনগর নাম দুটি নাম সুপারিশ করেছে পুরসভার বিজেপি কাউন্সিলর সঞ্জয় সিং।

গাজিউদ্দিননগর নামে ১৭৪০ সালে প্রতিষ্ঠা হয়েছিল গাজিয়াবাদ।  ১৮৬৪ সালে নামটি ছোট করে ব্রিটিশরা করে দেয় গাজিয়াবাদ।

নাম বদলের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিষয়টি একজিকিউটিভ লেভেলে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গাজিয়াবাদের মেয়র সুনিতা দয়াল।

গাজিয়াবাদের নাম বদলের দাবির সক্ষে যারা সওয়াল করেছেন তাদের মদ্যে রয়েছেন পুরসভার  বিজেপি কাউন্সিলর সঞ্জয় সিং ও দুধেশ্বরনাথ মন্দিরের প্রধান পুরোহিত মোহন্ত নারায়ণ গিরি। এনিয়ে তিনি যোগী আদিত্যনাথের কাছে একটি দাবিপত্র জমা দেন। 

Latest articles

Related articles