ফের ভূস্বর্গ ভয়ঙ্কর। প্রকাশ্যে পুলিশের ওপর গুলি চালাল একদল জঙ্গি। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এলোপাথাড়ি গুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন দুই পুলিশ অফিসার (Two cops martyred)। জম্মু কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) বারজুল্লা এলাকায় শিব শক্তি মিষ্টির দোকানের সামনে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভয়ঙ্কর ঘটনার ফুটেজ।
তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে জোর দেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজের ওপর। কারণ পুলিশের ধারণা বন্দুকবাজদের ছবি ধরা পড়েছে ক্যামেরায় (attack caught on camera)। তাদের চিহ্নিত করার কাজ চলছে।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে আরও দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে, তার খুব কাছেই পুলিশ স্টেশন। তাই প্রাথমিক অনুমান থানাতে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই এলাকায় পৌঁছেই এক জঙ্গি এলোপাথাড়ি গুলি (terrorists fire bullets) চালাতে শুরু করে। পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চলে। এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ কর্মীরা গুলিবিদ্ধ হতেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই পুলিশ কর্মী মারা যান।
দিন কয়েক আগেই জম্মু ও কাশ্মীর সফরে যান ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা। উপত্যকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। এই কেন্দ্রশাসিত এলাকাটিতে মোদী সরকার উন্নয়নের জন্য আরও কী কী কাজ করছে তা দেখেন এই রাষ্ট্রদূতরা। একইসঙ্গে জম্মু কাশ্মীরের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখেন তাঁরা। বুধবার বিদেশি এই রাষ্ট্রদূতদের সফর ঘিরে উপত্যকার নিরাপত্তা আরও বাড়ানো হয়।
কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত সরকারের বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের সেই দাবি যে মিথ্যা, তার প্রমাণ বারবার দিয়েছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে ইমরান খানের দেশের। এবার কাশ্মীর ঘুরে দেখতে দু’দিনের সফরে যান ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা।