নির্বাহী সম্পাদক
এনবিটিভি নিউজ ডেস্কঃ
ভারতের আদালতে আবারো মামলা হলো চীনের প্রেসিডেন্ট সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে।।
এর আগেও একবার একই অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয় দেশটির বিহারের মুজফফরপুর অঞ্চলে।তবে সেই মামলার শুনানি পর্যন্ত হলেও শেষ পর্যন্ত সেটির পরিণতি কী হয়েছিল; সেটা জানা যায়নি।
দুনিয়াজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বিরুদ্ধে ভারতে মামলাটি করেছেন মুরাদ আলি নামের একজন আইনজীবী। আর এতে সাক্ষী হিসেবে রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।
বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য আইনজীবী মুরাদ আলি চীনা প্রেসিডেন্টের সাথে দোষী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ও উল্লেখ করেছেন।
ভারতের বিহারের বেটিয়া ডিস্ট্রিক্ট সিভিল কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে।আদালতও মুরাদ আলীর অভিযোগ শুনতে রাজি হয়েছে এবং শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১৬ জুন।