তামিলনাড়ু:এবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সাথে জোট করে চমকে দিলেন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা কমল হাসান। কমল হাসান ও তার দল এমএনএম এর সাথে জোট হয়েছে এসডিপিআই এর।
এসডিপিএই ২৫ আসন দাবি করলেও ১৮ টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে কমল হাসান এর দল এমএনএম।
উল্লেখ্য এমএনএম খুব বেশি পুরোনো দল না হলেও বিখ্যাত অভিনেতার দল হওয়ায় তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে চমকে দিতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের। এসডিপিআই ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল, সেইসাথে এই দলের সাংগঠনিক ভিত্তিও খুব ভালো। ফলে আসন্ন নির্বাচনে এমএনএম এসডিপিআই জোট বড় চমক দিতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না।