দুষ্টু গরুর থেকে শুন্য গোয়াল ভালো

কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৌমেন খান তৃণমূল যোগদান করায় বর্তমান কংগ্রেসের জেলা  সভাপতি সমীর রায় কটাক্ষ করেন “এমন নেতা দলে না থাকা ভালো।” গত বুধবার হুগলির জেলার জনসভায় মমতা বন্দোপাধ্যায় এর হাত ধরে পশ্চিম মেদিনীপুর এর জেলা সভাপতি সৌমেন রায় তৃণমূলে যোগদান করে। সেই নিয়ে পশ্চিম মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, তিনি অফিস থেকে অনেক কিছু চুরি করে নিয়ে গেছেন, ফলে তাকে শো- কজও করা হয়েছে।

Latest articles

Related articles