দেশে মোট করোনা আক্রান্ত ৬,৪৮,৩১৫, মোট মৃত ১৮,৬৫৫

এনবিটিভি ডেস্ক: দেশে মোট করোনা আক্রান্ত এখন ৬,৪৮,৩১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থতার হার ৬০.৮১ শতাংশ। নতুন করে মারা গিয়েছেন ৪৪২ জন। মোট মৃত এখন ১৮,৬৫৫ জন। ১ জুন থেকে দেশে আক্রান্ত বেড়েছে ৪,৫৭,৭৮০ জন।

সবথেকে বেশি আক্রান্তের খবর এসেছে মহারাষ্ট্র থেকে। সে রাজ্যে একদিনে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭,০৭৪ জন। মৃত ১৯৮ জন। মোট মারা গিয়েছেন ২৯৫ জন। মহারাষ্ট্রে মোট মৃত ৮,৩৭৬ জন। মোট আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে। তামিলনাড়ুতে মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায় ৬৪ জন, দিল্লিতে ৫৯ জন, কর্নাটকে ২১, গুজরাতে ও পশ্চিমবঙ্গে ১৮ জন করে, উত্তরপ্রদেশে ১৪ জন, রাজস্থানে ১০ জন, অন্ধ্র ও তেলেঙ্গানায় ৮ জন করে, পাঞ্জাবে ৫ জন। মোট মৃতের ৭০ ভাগই মারা গিয়েছেন কো-মর্বিডিটির জন্য। ২,৪২,৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ৯৫,৪০,১৩২টি।

Latest articles

Related articles