ধমকানি-চমকানিতে ভয় নয়, বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা

আন্তর্জাতিক ভাষা দিবসে পশ্চিমবঙ্গের ‘বাংলা’ নামে সিলমোহর না দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের নাম বাংলা করা জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু চার বছর হয়ে গেল তা নিয়ে কিছুই করল না কেন্দ্র। রাজ্যের নাম বাংলা হবে না কেন সেই প্রশ্ন তুলে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়দের প্রতি নাম না করে বলেন,  বাংলাকে বঙ্গাল বলব কেন?

অন্যদিকে, তিনি এদিন বিজেপির বিরুদ্ধে ফের ভয় দেখানোর প্রবণতার বিরুদ্ধে সরব হন। ভাইপো তথা সাংসদ অভিষেকের বাড়িতে সিবিআই নোটিশ পাঠিয়েছে। এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘ভয়’ দেখানো নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, ধমকানি-চমকানি আর জেল টেল দেখিয়ে প্লিজ আমাদের ভয় দেখাবেন না। এসব অনেকদিন আগে পার হয়ে এসেছি। বন্দুকের সঙ্গে যারা লড়াই করে এসেছি তারা নেংটি ইঁদুরের সঙ্গে লড়াই করতে ভয় পেতে যাবে কেন? ভাষা দিবসে তাই মুখ্যমন্ত্রীর প্রতিজ্ঞা, যতক্ষণ দেহে প্রাণ থাকবে, কোনও ধমকানি–চমকানিকে ভয় পাননি তিনি, আর ভয় পাবেন না। কারণ তাকে বাংলা শিখিয়েছে বীরের মতো লড়াইর। তাই তিনি বাঘের বাচ্চার মতো লড়বেন।

Latest articles

Related articles