ধুবুলিয়া কসমস ক্লাবের উদ্যোগে, গনত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক উজ্জ্বল বিশ্বাস

ধুবুলিয়া কসমস ক্লাবের উদ্যোগে, গনত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক উজ্জ্বল বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা, এনডিটিভিঃ ১৯৮৭ সাল থেকে ধুবুলিয়া এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজে সারাবছর লিপ্ত থাকে কসমস ক্লাব।
ধুবুলিয়া ওয়ান, ধুবুলিয়া টু, সাধন পাড়া ওয়ান, সাধন পাড়া টু, ন পাড়া ওয়ান, ন পাড়া টু, বেলপুকুর এই সাতটি অঞ্চলের ই দেড় হাজার প্রান্তিক মানুষের খোঁজ নিয়ে লিস্ট করা ছিল আগেই, স্লীপও দিয়ে আসা হয়েছিল বাড়িতে। আজ দুপুর ১২ টা থেকে শুরু হয় এই মহান কর্মযজ্ঞ। এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন । সম্পূর্ণ গ্রামীণ চিন্তাভাবনায় সাইকেলের বাতিল টায়ার দিয়ে, দূরত্ব বজায় রাখার পদ্ধতি মুগ্ধ করে মন্ত্রী কে। ৫ কেজি চাল ,দু কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন সহ বেশকিছু খাদ্যদ্রব্য তুলে দেয়া হয় প্রান্তিক মানুষের সহযোগিতায়। সভাপতি বরকত আলী শেখ, সম্পাদক কাউসার আলী মীর (শিক্ষক), এবং পিয়ার বক্স মন্ডল গত দুইদিন যাবত ক্লাব সদস্যদের নিয়ে আয়োজন করেছেন সমস্ত কিছু। এ ব্যাপারে অবশ্য ক্লাবের প্রাক্তন সম্পাদক বর্তমানে ধুবুলিয়া অঞ্চলের প্রধান নজরুল বিশ্বাস প্রথম উদ্যোগী হন ।

Latest articles

Related articles