নাটোরের লালপুরে করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও বিচিং পাউডার বিতরন

শিমুল আলী
স্টাফ রিপোর্টার নাটোর

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদে করোনাভাইরাস প্রতিরোধে ২০১৯-২০২০ অর্থ বছরে এলজি এসপি ৩ এর আওতায় ১৫০টি দরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান ও বিচিং পাউডার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দরিদ্র ১৫০টি পরিবারের মধ্যে করোনাভাইরাসের প্রার্দুভাবে সংক্রামন প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক, সাবান ও বিচিং পাউডার বিতরন বিতরনকালে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, লালপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফজলুর রহমান, ইউডিসি পরিচালক মিজানুর রহমান,ও ইউপি সদস্য হাফিজুর রহমান, সুরুজ, সবাজ প্রমুখ।
ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রাখুন, আপনার পরিবারে সবাইকে সাবান দিয়ে হাত ধুবেন,ও মুখে মাস্ক ব্যবহার করবেন। বাড়ীর বাহিরে ঘোরা ফেরা করবেন না। সবাই স্বাস্থবিধি মেনে চলুন নিরাপদে থাকুন।

Latest articles

Related articles