নীরব মোদী কে ভারতে আনা যাবে রায় দিল ব্রিটিশ আদালতের বিচারপতি স্যামুএল গুজি। অবশেষে লন্ডনের আদালত নাগরিকতার কথা মাথায় রেখে ভারত প্রত্যাবর্তন করার রায় দিল লন্ডনের এক আদালত। গত বছর নীরব মোদী কে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। কিন্তু ওর বিরুদ্ধে কোন সঠিক তথ্যও পাওয়া যায়নি, এবং তারা এটাও জানায় সঠিক বিচারের জন্যও মুম্বাইয়ে পাঠাতে কোন সমস্যা নেই ব্রিটিশ পুলিশের। এটাও জানিয়েছেন মুম্বাইয়ে সঠিক বিচার পাবেন নীরব মোদি।
উল্লেখ্য পাঞ্জাব ন্যাশনাল বাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকার জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদী।
সিবিআই ওহ ইডি তদন্তে জানা যায়, যে চুরির টাকা গুলো পরিবার এর কয়েকজন এর অ্যাকাউন্ট এ ভাগ করে রেখে দিয়েছে নীরব মোদি।