পরপর ১১ দিন, বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

এনবিটিভি ডেস্ক: থামার কোনও লক্ষণ নেই। পরপর ১১ দিনই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। বুধবার পেট্রোলের দর বাড়ল লিটারে ৫৫ পয়সা, ডিজেল ৬০ পয়সা প্রতি লিটারে। সবমিলিয়ে ১১ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৬ টাকা ২ পয়সা, ডিজেলের দাম বাড়ল লিটারে ৬ টাকা ৪ পয়সা। দিল্লিতে বুধবার পেট্রোল ৭৭ টাকা ২৮ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৭৯ পয়সা। ৮২ দিন দাম না বাড়ানোর পর গত ৭ জুন থেকে শুরু হয়েছে দৈনিক দাম সংশোধন। তারপর থেকে প্রতিদিনই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। কেন্দ্র জ্বালনি তেলের ওপর উৎপাদন শুল্ক বাড়ানোর পর থেকেই দৈনিক মূল্যবৃদ্ধি বন্ধ রেখেছিল তেল কোম্পানিগুলি।

Latest articles

Related articles