পি ডাব্লু ডি এর জায়গায় অবৈধ চারটি দোকান উচ্ছেদ করল প্রশাসন

এনবিটিভি, রাণীনগর : দীর্ঘদিন থেকেই  রানীনগরের শেখপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জামান মন্ডলের  জমির সামনে পি ডাব্লু ডি জমিতে  চারটি দোকান ছিল। দীর্ঘ দিন যাবৎ আইনের দ্বারস্থ হয়ে অবশেষে প্রশাসন মারফত অবৈধ চারটি দোকান ভাঙা হল বৃহস্পতিবার। এদিন বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ রাণীনগর থানা ও ভূমি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে রাস্তার ধারে চারটি দোকান ভাঙা হয়।

জানা যায় সিরাজুল শেখ,সুজাউদ্দিন সরকার,মুকুল শেখ,রাজ্জাক শেখ নামক ব্যাক্তিদের চারটি দোকান পি ডাব্লু ডি এর জমিতে অবৈধ ভাবে ছিল বিগত তিরিশ বছর থেকে। আর তার ফলে কামরুজ্জামান মন্ডলের কোনো যাওয়া আসার রাস্তা ছিল না। তিনি দীর্ঘ দিন প্রশাসনের দ্বারস্থ হন ও অবশেষে অবৈধ উচ্ছেদ সম্পূর্ন হয় বলে জানা গেছে। একটি হোটেল,সাইকেলের দোকান,এবং আরও দুটি দোকান উচ্ছেদ করা হয় এদিন। এদিন দোকান উচ্ছেদ উপলক্ষে  রানীনগরের শেখপাড়া গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

Latest articles

Related articles