আগামী ২,৩ মার্চ কলকাতা ভ্রমনে অমিত শাহ,ফের কলকাতাতে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সামনে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে এই নিয়ে দ্বিতীয় বার কলকাতা সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মার্চের ২,৩ তারিখ উত্তর ও দক্ষিণ কলকাতায় রোড শো করবেন তিনি। বিজেপি সূত্রে জানা যায়, দক্ষিণ কলকাতার রোড শো হবে রাসবিহারি থেকে রবীন্দ্র সদন এবং উত্তর কলকাতায় রোড শো হবে টালা থেকে ধর্মতলা। দুদিন যাবত এই রোড শো চলবে বলে জানা গেছে।
২৮ ফেব্রুয়ারী বাম কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশের পরের রবিবার অর্থাৎ ৭ মার্চ নরেন্দ্র মোদীর কলকাতা আসার কথা আছে। তার আগেই অমিত শাহ এর কলকাতায় রোড শো। হাজরা সহ কলকাতার বিভিন্ন জায়গায় জনসভা করার পরিকল্পনা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী।
এর আগে কলকাতা সফরে এসে নামখানাতে ছিলেন, কিন্তু এবার এসে কোথায় থাকবেন সেই বিষয়ে পরিষ্কার ভাবে জানা যায়নি।