বগুড়ায় ট্রাকের ধাক্কায় আকস্মিক মৃত্যু

স্টাফ রিপোর্টার – বগুড়া সদর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আকস্মিক মৃত্যু

বগুড়ায় ট্রাকের ধাক্কায় উজ্জ্বল (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু। গতকাল রাত সাড়ে ১০ টায় মাটিডালি মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সজল বগুড়া , ফুলবাড়ী দক্ষিণ পাড়ার মৃত বুলু সরকারের ছেলে। তিনি পেশায় স্বর্ণ শিল্প শ্রমিক ছিলেন। এ ঘটনায় মাহফুজুর রহমান (৩০) নামে এক যুবক আহত হয়।বগুড়া সদর থানার এস আই খোরশেদ আলম জানান , ঘটনার সময় মোটরসাইকেল যোগে সোনাতলা থেকে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল ও মাহফুজুর রহমান। রাট সাড়ে ১০ টার দিকে মাটিডালি এলাকায় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় দুজনেই মোটরসাকেল থেকে সিটকে পরে যায়। এতে ঘটনা স্থলে উজ্জ্বল সরকার মারা যান।
তিনি আরো জানান, স্থানীয় লোকজন মাহফুজার রহমানকে পার্শবর্তী টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করানো হয় এবং মৃত উজ্জ্বল সরকারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। রিপোর্ট সংগ্রহ করাকালীন সময়ে কোনো আইনি প্রক্রিয়া শুরু হয় নাই।

Latest articles

Related articles