বর্ষায় খন্দভরা পথে দুর্ভোগের শিকার পিপলন বাসী

জ্যোতির্ময় মন্ডল,এনবিটিভি,পূর্ব বর্ধমান: সাত বছর ধরে সংস্কার হয়নি রাস্তা।বর্ষা নামতেই বড় গর্ত আর তাতে জমা জলে ভোগান্তিতে পূর্ব বর্ধমানের মন্তেস্বরের পিপলন অঞ্চলের বাসিন্দারা।

বাসিন্দারা জানিয়েছেন,করন্দা, পিপলন, বনপুর, খাঁদরা সহ বেশ কয়েকটি গ্রামের মূল রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে,কোন হেলদোল নেই প্রশাসনের। এলাকাবাসী ধনঞ্জয় সামন্ত, হিরু নন্দী,উমাকান্ত চন্দ্রদের অভিযোগ করেছেন,সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটা যাচ্ছে না।দুর্ঘটনা ঘটেছে প্রতিনিয়ত।

বেশ কয়েকবার প্রশাসনিক স্তরে বিষয়টি জানানো হয়েছে বলে । স্কুল, উপস্বাস্থ্য কেন্দ্র গ্রাম পঞ্চায়েত কার্যালয় ব্যাংক,ডাকঘর এর কাজে বহু মানুষ কে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে । অবিলম্বে রাস্তা গুলি মেরামতের দাবি জানিয়েছেন পিপলন বাসীরা।

Latest articles

Related articles