বিজেপির ব্রিগেডের সমাবেশে থাকবে কে? মিঠুন, প্রসেনজিৎ না সৌরভ!

গত ২৮ ফেব্রুয়ারী হয়েছিল বাম, কংগ্রেস ও আইএসএফ এর মহাজোট সমাবেশের ব্রিগেড সভা। আর তার পরের রবিবার অর্থাৎ আসন্ন ৭ই মার্চ হতে চলেছে বিজেপির ব্রিগেড সমাবেশ। আহ্বান জানিয়েছেন সবাইকে ব্রিগেডে আসার জন্য। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকছেন সেই সভায়। কিন্তু সেই সভায় থাকবে আর কোন কোন তারকা সেই নিয়ে শোরগোল পরে গেছে নেটিজেনদের মধ্যে।

৭ই মার্চ বাংলায় মোদীর এই ব্রিগেড সভায় থাকবে কি মহারাজ সৌরভ গাঙ্গুলী? সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, শুধু তাই নয় সূত্রের খবর, মহারাজ ছাড়াও এছাড়াও এদিনের সভায় উপস্থিত থাকতে পারেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ।

গত কয়েক মাস ধরেই, সৌরভ এর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিলো, তার পরে পরেই শরীর অসুস্থ হয়ে পড়ায় রাজ্যপাল জগদীপ ধনকড় এর হঠাৎ সাক্ষাতকার সেই খবরকে আরও রোমাঞ্চকর করে তোলে, কিন্তু সেই নিয়ে মহারাজকে যদিও সেভাবে মুখ খুলতে দেখা যায়নি।

Latest articles

Related articles