“বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ২৫০০ জন”

সেখ সফি কামাল, বাঁকুড়া, এনবিটিভি:
দেশ জুড়ে করোনা পরিস্থিতিতেও রাজনৈতিক ‘দলবদল’ অব্যাহত বাঁকুড়ায়। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লক এলাকার বিজেপি ও সিপিআইএম ছেড়ে আড়াই হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রবিবার সোনামুখী শহর ও ব্লক তৃণমূলের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে এই দলবদল সম্পন্ন হয় ।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল, তৃণমূল নেত্রী ও প্রাক্তন বিধায়ক দীপালী সাহা, জয়ন্ত মিত্র প্রমুখ।

তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল বলেন, করোনা পরিস্থিতির কারণে বড় জমায়েত করা হয়নি। যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে সিপিএম ও বিজেপি ছেড়ে আসা আড়াই হাজার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ‘দলবদল’কে কটাক্ষ করে বিজেপি সোনামুখী নগর মণ্ডলের সভানেত্রী সম্পা গোস্বামী বলেন, তৃণমূলের লোকেদেরই ফের তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে। বিজেপির কেউ ঐ দলে যায়নি বলেই তার দাবী।

Latest articles

Related articles