রাজ্যে করোনা ও আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসলো গলসি শাখার জমিয়তে উলামায়ে হিন্দ।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200614-WA0008

সফিকুল আলম, এনবিটিভি:
গলসি শাখার জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায় গলসি থেকে এক ট্রাক চাল পাঠানো হল। রাজ্যে করোনা ও আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে ১৪ই জুন রবিবার ওই ত্রান রাজ্য জমিয়তের দপ্তরে পাঠান তারা। জানা যায়, সাত টন চাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার কিছু জায়গার অসহায় মানুষদের সাহায্যে পাঠিয়েছেন তারা। রবিবার সকালে থেকেই জমিয়ত সদস্যরা নিজেরাই মাথায় চালের বস্তা তুলে ট্রাকে লোড দিলেন। তারপর কয়েকজন সদস্য সেই চালভর্তি ট্রাক নিয়ে রওনা দিলেন গন্তব্যে।

পাশাপাশি জানা গেছে, জমিয়ত একটি অরাজনৈতিক সংগঠন। যার সৈনিকরা স্বাধীনতার আগে থেকেই দেশের মানুষের জন্য কাজ করছেন। এখানে কোন দিন কোন জাত, ধর্ম, রাজনৈতিক রং বিচার করে কাজ করা হয় না। সম্প্রীতি ভালবাসা দিয়ে মানব জাতির দুর্দিনে পাশে থাকায় জমিয়তের আসল উদ্দ্যেশ্য। তবে এর পরই তারা আদিবাসীদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন জমিয়তের কর্মকর্তারা। পাশাপাশি দুস্থদের পাশে লাগাতার এমন সহযোগিতা করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন দেশ ব্যাপি। তারা বলেন, নিজেদের সদস্য সহ এলাকার সাধারণ মানুষ তাদের ওই চাল দিয়ে সাহায্য করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর