বিপুল ভোটের ব্যবধানে (এমপি ) নির্বাচিত হলেন শাহিন চাকলাদার৷

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_403302423962954

 

মো সোহাগ
যশোর প্রতিনিধি

বিপুল ভোটের ব্যবধানে যশোর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন শাহীন চাকলাদার।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পদত্যাগী চেয়ারম্যান শাহীন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে এই প্রথমবারের মতো কোনো সংসদীয় আসনে লড়লেন।
কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ রাত সোয়া আটটার দিকে জানান, আজ অনুষ্ঠিত নির্বাচনে শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার তিন ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ধারী হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট। আর নির্বাচন থেকে গেল সপ্তাহে সরে দাঁড়ানো বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদের ধানের শীষ প্রতীকে পড়েছে দুই হাজার ১২ ভোট।
তবে এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন অফিসার বজলুর রশিদ। তিনি বলেন, এখন ক্রসচেক করা হচ্ছে।
কেশবপুরে মোট ভোটার দুই লাখ তিন হাজার ১৮ জন। এবার মোট ভোট কেন্দ্র ছিল ৭৯টি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর