গোলাম হাবিব,এনবিটিভি,মালদা: টাঙ্গন নদীর পাশাপাশি বেহুলা নদীর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মালদা জেলার গাজলের বেশ কয়েকটি গ্রাম। বাড়িতে জল না ঢুকলেও বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ভেসে গেছে জমির ফসল। বন্যা আতঙ্কে এলাকার বাসিন্দারা। রবিবার রাতে গাজলের কাঞ্চননগর এলাকায় বেহুলা নদীর জলের স্রোতে ভেঙে যায় অস্থায়ী রিংবাঁধ। বাঁধ ভাঙ্গার ফলে জল ঢুকতে আরম্ভ করেছে কাঞ্চননগর বিনোদপুর শ্রীকৃষ্ণপুর এলাকায়। বাড়িতে জল না ঢুকলেও, ভেসে গেছে জমির ফসল। বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রামের যাতায়াত ব্যবস্থা। বন্যার আতঙ্কে ভুগছে এলাকার বাসিন্দারা।
Related articles