পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়) :
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের অবকাঠামোগত সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে পিসিআর ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিন স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন শুধু জনবল নিয়োগ সম্পন্ন হলেই ল্যাবটি উদ্বোধন করে চালু করা সম্ভব বলে জানায় কর্তৃপক্ষ।
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই ভোলার মানুষের প্রাণের দাবি ছিল করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু ও আইসিইউ বেড স্থাপন করার।
এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি পিসিআর ল্যাব, ভেন্টিলেটরসহ ১০টি আইসিইউ বেডের অনুমোদন দেয়। অনুমোদনের পর দ্রুততম সময়ের মধ্যেই ল্যাবের নির্মান কাজ সম্পন্ন হয়। গত এক সপ্তাহ একটানা কাজ করে ল্যাবের অবকাঠামো তৈরির কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “ল্যাবের অবকাঠামো ও যন্ত্রপাতি স্থাপনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন দক্ষ লোকবল নিয়োগ দিলেই অতিদ্রুতই আমরা করোনা পরীক্ষাসহ ল্যাবের কার্যক্রম শুরু করব।”
এতদিন করোনা পরীক্ষার জন্য স্যাম্পেল বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতো। ল্যাবটি চালু হলেই ভোলাবাসী অতি দ্রুততম সময়ের মধ্যেই করোনা পরীক্ষাসহ উন্নত চিকিৎসা সুবিধা ভোগ করবে।