জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান,এনবিটিভি: মন্তেস্বরের বিধায়ক ও মন্তেস্বর কলেজের পরিচালন সমিতির সভাপতি সৈকত পাঁজার প্রচেষ্টায় ছয় জন বাদ যাওয়া শিক্ষক ও শিক্ষিকা সহ আরো ২৪ জনকে শিক্ষা দফতরের অর্ডার বলে পুনরায় পেলেন নিয়োগ পত্র। শিক্ষা দপ্তর থেকে স্টেট আইডেড কলেজে টিচার্স নামে (SACT) নামে একটি নিয়মের অর্ডার প্রকাশিত হয়। অর্ডারে নিয়ম হচ্ছে কলেজে পার্ট টাইম যেসমস্ত শিক্ষক কর্মরত ছিলেন তারা এখন থেকে তারা SACTএর অন্তভুক্ত হলেন। এই SACT এর নিয়ম প্রকাশিত হওয়ার পর উক্ত ছয় জন শিক্ষক শিক্ষিকা সহ ২৪ জনকে বর্তমান মন্তেস্বর কলেজের পরিচালন সমিতির সভাপতি ও বিধায়ক সৈকত পাঁজা ও বর্তমান কলেজের স্থায়ী অর্ধক্ষ্যকে (প্রিন্সিপ্যাল) আবেদন করেন যাতে এরা পুনরায় কলেজে কর্মরত অবস্থায় ফিরে আসেন।SACT নিয়ম অনুযায়ী কলেজের অন্যান্য পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের সবাই কে এক পর্যায়ে শিক্ষা দফতর মাধ্যমে নতুন করে স্থায়ী নিয়োগ পত্র দেওয়া হচ্ছে।
কলেজের অধ্যক্ষ ও জিবি সভাপতি এবং শিক্ষা দপ্তরে আবেদনের ফলে কলেজের বর্তমান প্রিন্সিপাল বসন্ত খামরুল মহাশয়ের সহযোগীতাই জিবি সভাপতি বিধায়ক সৈকত পাঁজার প্রচেষ্টায় শিক্ষা দপ্তর থেকে নিয়োগ।