Tuesday, April 22, 2025
34 C
Kolkata

মহিলাদের জন্যে সবচেয়ে অনিরাপদ শহর দিল্লী

মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে দিল্লী মহিলাদের জন্যে সবচেয়ে অনিরাপদ শহর ও উত্তরপ্রদেশ মহিলাদের জন্যে সবচেয়ে ভয়ংকর শহর এমন তথ্য পাওয়া গেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র (NCRB) ২০২২ সালের বার্ষিক রিপোর্টে।

২০২১ সালের তুলনায় ২০২২-এ ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-এ ভারত জুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মোট ৪,৪৫,২৫৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে, সবথেকে বেশি উদ্বেগ রয়েছে নয়া দিল্লি নিয়ে।

এনসিআরবি-র তথ্য অনুসারে, ২০২২ সালে নয়া দিল্লিতে ধর্ষণ হয়েছে ১,২০৪টি। সারা দেশে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের যে কয়টি মামলা হয়েছে, তার ৩১.২০ শতাংশই রিপোর্ট করা হয়েছে দিল্লি থেকে। এনসিআরবি-র তথ্য বলছে, ২০২২ সালে ভারতের ১৯টি মেট্রো শহর থেকে মোট ৪৮,৭৫৫টি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছে। দিল্লিতেই ঘটেছে সবথেকে বেশি অপরাধ। রিপোর্ট করা হয়েছে ১৪,১৫৮টি ঘটনা। এই তথ্য থেকেই নয়া দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের লজ্জাজনক ছবিটা স্পষ্ট হয়ে যায়। কার্যত ২০২২ সালে, ভারতের রাজধানী শহরে প্রতিদিন গড়ে তিনটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি উদ্বেগ রয়েছে মুম্বই শহর নিয়েও। মুম্বই থেকে একই সময়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৬,১৭৬টি রিপোর্ট করা হয়েছে। কলকাতা থেকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছে ১৮৯০টি।

গত কয়েক বছরে উত্তর প্রদেশে মহিলাদের বিরুদ্ধে লাগাতার অপরাধের ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এনসিআরবি জানাচ্ছে, এই রাজ্য থেকেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবথেকে বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে। ২০২২-এ ৬৫,৭৪৩টি এই ধরনের মামলা হয়েছে যোগী-রাজ্যে। এরপর রয়েছে মহারাষ্ট্র, মামলার সংখ্যা ৪৫,৩৩১। তারপর রাজস্থান, ৪৫,০৫৪টি।

এনসিআরবি-র রিপোর্টে দেখা যাচ্ছে ধর্ষণ বা হত্যা নয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবথেকে বেশি ঘটনা ঘটে বাড়ির চার দেওয়ালের মধ্য়েই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের যতগুলি ঘটনা ঘটেছে, তার মধ্যে ৩১.৪ শতাংশ ক্ষেত্রেই অভিযোগ এসছে গার্হস্থ্য হিংসার। অর্থাৎ, স্বামী বা অন্য কোনও আত্মীয়র হাতে নির্যাতিত হতে হয়েছে মহিলাদের। এরপর রয়েছে মহিলাদের অপহরণের ঘটনা। ১৯.২ শতাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে অপহরণের। যৌন হেনস্থার অভিপ্রায়ে আক্রমণের অভিযোগ রয়েছে ১৮.৭ শতাংশ ক্ষেত্রে। ধর্ষণের অভিযোগ রয়েছে ৭.১ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৩১,৫১৬টি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। সর্বাধিক রিপোর্ট এসেছে রাজস্থান থেকে, ৫,৩৯৯টি। এরপর রয়েছে উত্তর প্রদেশ, ৩,৬৯০টি। তারপর মধ্য প্রদেশ, ৩,০২৯টি।

Hot this week

উত্তরপ্রদেশে ওয়াকফ বিল বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে গ্রেপ্তার ৫০, জামিনে চাওয়া হল ২ লাখ টাকা জরিমানা

১৮ এপ্রিল, উত্তরপ্রদেশের বাগপথ জেলার বিলাসপুর গ্রামে স্থানীয় মসজিদের...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

মুম্বাইয়ের ভিলে পার্লের জৈন মন্দির ভাঙা ঘিরে বিতর্ক, রাস্তায় নেমে নীরব প্রতিবাদে হাজারো মানুষ

মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় অবস্থিত প্রায় ৯০ বছরের প্রাচীন...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

Topics

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

Related Articles

Popular Categories