মাদক বিরোধী অভিযানে সফল ওসি খান মো: শাহরিয়ার।

মো: সাগর ইসলাম,

স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ-

গাইবান্ধা সদর থানা পুলিশ ও চৌকস অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার মাদক বিরোধী অভিযানে সর্বদা সফল। তিনি সদর থানায় যোগদানের পর থেকেই মাদক বিরোধী যে অভিযানগুলো করেছেন এতে করে অনেক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছেন। যা অন্য সময়ের চেয়ে অনেকটাই প্রসংসিত। এছাড়াও তার এই সময়ে অনেক মাদক ব্যবসায়ী তাদের ব্যবসা বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আবার অনেকেই এলাকা ছেড়ে আত্বগোপন করেছেন। জনবান্ধব এই পুলিশ অফিসারের নিরলস প্রচেষ্টার ফলে সদর থানা এলাকায় অপরাধ অনেকটাই কমেগেছে। কয়েকদিন থেকে আবারও মাদকের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছেন তা অব্যাহত রয়েছে।
গাইবান্ধাবাসী এভাবেই মাদক অভিযান দেখতে চায়। মাদক অভিযান অব্যাহত থাকুক এটা জেলার প্রাণের দাবী। মাদক ব্যবসায়ীরা ধরা পড়ে, ধরা পড়ার ভয়ে পালিয়ে গেলেও পরবর্তী জন্য যেন ছাড় না পায়, মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখার জোর দাবি সকলের।

Latest articles

Related articles