মালেশিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_911210929352375

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

মালয়েশিয়ার রাজধানীর সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ তিনজনকে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ১৮ জুন সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত সাড়ে আটটায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেট ইয়াবাসহ (সাবু) (২১ কিলোগ্রাম) তিনজনকে গ্রেফতার করা হয়।

তবে তদন্তের স্বার্থে পুলিশ কারোর নাম প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি। যাদের বয়স ৩০ থেকে ৪০ বছর।

এ সময় উদ্ধার করা হয় মালয় রিংগিত ১০ হাজার (২ লাখ টাকা) সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধার করা সাবু (ইয়াবা) যার দাম মালয় রিংগিত ৮ লাখ। টাকায় ১ কোটি ৬০ লাখ।

তিনি বলেন, গ্রেফতার হওয়াদের প্রসাব পরীক্ষা করে দুইজনের ড্রাগ-পজিটিভ পাওয়া গেছে। এ সময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯ বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর