মুসলমানদের বিরুদ্ধে গণহত্যামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক টি রাজা সিং এবং নীতেশ রানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রবিবার (৭ জানুয়ারি) মহারাষ্ট্র পুলিশ ভারতীয় দণ্ডবিধির অধীনে দুটি ভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে কাজ করার জন্য মামলাটি দায়ের করেছে।
রাজা সিংয়ের বিরুদ্ধে এর আগে তেলেঙ্গানায় ঘৃণাসূচক বক্তব্যের অভিযোগ উঠেছিল। সম্প্রতি সোলাপুরে তিনি আবারো বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন।
তিনি জননণকে লাভ জিহাদিদের আক্রমণ করতে ও হালাল সার্টিফিকেট দেওয়া মাংস বয়কটে প্ররোচণা দেন বলে অভিযোগ উঠেছে। তিনি মসজিদগুলি ভেঙে ফেলার আহ্বান জানিয়ে এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো মহারাষ্ট্র সরকার বিধায়ক এবং এমপিদের বুলডোজার সরবরাহ করার পরামর্শ দিয়েছেন।
এক বক্তৃতায় তিনি বলেন “যোগী আদিত্যনাথ যেভাবে লাভ জিহাদিদের উপর বুলডোজার চালান, মহারাষ্ট্র সরকারেরও কিছু বুলডোজার কিনে রাখা উচিত। সেগুলো অবশ্যই বিধায়ক এবং সাংসদদের উপহার দিতে হবে এবং তাদের ব্যবহার করতে বলতে হবে, আমরা দেখব কে তখন ‘গৌহত্যা’ করবে।