সেখ সফি কামাল,বর্ধমান, এনবিটিভি:
পূর্ব বর্ধমানের বেলকাশ অঞ্চলে, নলাকালি গ্রামের লালু মাঝি নামে একজন ব্যক্তির হঠাৎ করেই মৃত্যু হয়। খুবই দুস্থ পরিবার, কাজ ক্রিয়া করার জন্য প্রয়োজনীয় অর্থ সংকটে পড়েছিলেন মৃত ওই ব্যক্তির পরিবার। লকডাউন চলাকালীন তাঁর পরিবার সহ অধিকাংশ মানুষই আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছেন। ব্যবসা-বাণিজ্য সবই বন্ধ ছিল। তাই ক্রিয়া কাজ কেমন করে করবেন সেই চিন্তায় ছিলেন মৃত ওই ব্যক্তির বাড়ির মানুষজনরা।
সেই অসহায় পরিবারের অসহায় অবস্থার কথা ভেবে তাদের পাশে দাঁড়ালেন বর্ধমান ১ নম্বর ব্লক জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান সেখ হালিম। মৃত ব্যাক্তির ক্রিয়াকর্মে যে সমস্ত জামাকাপড় এবং অর্থ লাগে, তার সমস্ত সরঞ্জাম তুলে দিলেন ওই অসহায় পরিবারের মানুষদের হাতে। সাহায্যের অর্থ, জামা কাপড় পেয়ে খুশি ওই মৃত ব্যাক্তির পরিবার। ওই পরিবারের পক্ষ সাধুবাদ জানানো হয় সাহায্যকারী ব্যক্তি সেখ হালিম বাবুকে । উপস্থিত ছিলেন বেলকাশ অঞ্চলের জয়হিন্দবাহিনীর অঞ্চল সভাপতি শেখ শাহরুখ, শেখ লিচু এবং জয় হিন্দ বাহিনীর নেতৃত্বরা।
Related articles